হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সীতাকুণ্ডে বিস্ফোরণে মানিকগঞ্জের নিহত ফায়ারম্যান রানার দাফন সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধিগত শুক্রবার যে মাঠে ফুটবল খেলেছেন, সেই মাঠে জানাজা অনুষ্ঠিত হলো সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুনে নিহত ফায়ারম্যান রানা মিয়ার (২২)। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম খেলার মাঠে প্রশাসন ও ফায়ার সার্ভিস পৃথকভাবে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে তাঁকে দাফন করা হয়। 

এর আগে সকাল সাড়ে ৭টায় রানার মরদেহ নবগ্রাম এলাকায় নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় পরিবার ও স্বজনের কান্নায় এলাকার শোকের মাতম সৃষ্টি হয়। রানার মা-বাবা ও ভাই-বোনকে সান্ত্বনা দিতে থাকেন স্বজনেরা। 

এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পরিবার সূত্রে জানা গেছে, নিহত রানারা তিন ভাই-বোন। তাঁর ছোট ভাইয়ের নাম সাজেদুল মিয়া ও বোনের নাম বন্যা আক্তার। রানাদের মূল বাড়ি শিবালয় উপজেলার তেওতা এলাকায়। পারিবারিক অসচ্ছলতার কারণে নানার বাড়ি নবগ্রামে থেকে পড়াশোনা করেছেন। রানা ছুটিতে গ্রামে আসলে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করতেন। ২০২০ সালে ডিসেম্বর মাসে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত রানা চট্টগ্রামের কমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলেন। 

মানিকগঞ্জ শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, ‘শহীদ রানা মিয়া দেশের জন্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে আমরা এসেছি। রানার পরিবারের জন্য সরকারিভাবে যা করা যায় তাই করা হবে।’ 

একই কথা বলেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু রানা নয় আমাদের আরও সহকর্মীরা নিহত হয়েছেন। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। যেহেতু রানার পরিবারটি অসচ্ছল তাই তাঁর পরিবারকে যেকোনো সহযোগিতা করাসহ, তাঁর ছোট ভাইকে কীভাবে চাকরির ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখা হবে।’ 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য