নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অশ্লীল ভিডিও তৈরি এবং সেসব ভিডিও দিয়ে ফেসবুকে পেজ চালানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সোহাগ সিকদার (২৬) ও হৃদয় আহম্মেদ (২৩)। তাদের কাছে থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
সিআইডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—সাইবার পেট্রোলিংয়ের সময় জানা যায়-একটি চক্র ফেসবুকে কনটেন্ট তৈরির নামে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ ও প্রদর্শন করছে। এসব দৃশ্য ছড়াতে অভিযুক্ত সোহাগ সিকদার অ্যাডমিন হিসেবে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। অপর অভিযুক্ত হৃদয় আহম্মেদ অশ্লীল কনটেন্ট তৈরি করতেন।
অভিযুক্ত দুজনকে রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া অশ্লীল দৃশ্য ছড়ানো বেশ কিছু পেজ শনাক্ত করাসহ আইনের আওতায় আনার কার্যক্রম চালাচ্ছে সিআইডি।