হোম > সারা দেশ > ঢাকা

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসে কমলা বেগম (৬০) নামের নারী মারা গেছে। তিনি গাজীপুরের পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় থেকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কমলা বেগমকে হাসপাতালে নেওয়া ছন্দা বেগম বলেন, ‘আমরা ত্রি-বার্ষিক মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে পুবাইল থেকে ঢাকায় আসি সকাল ৯টায়। বেলা সাড়ে ৩টার দিকে পুবাইল যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে শাহবাগ মোড়ে আসি গাড়িতে ওঠার জন্য। শাহবাগের ফুলের মার্কেটের কাছে আসলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে যান কমলা বেগম। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ছন্দা বেগম আরও বলেন, ‘মৃত কমলা বেগম গাজীপুরের পুবাইল থানার মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পুবাইল থানার পদহারবাইদ গ্রামে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই মহিলাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।’ 

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে