Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটি আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রিন ইউনিভার্সিটি আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করতে ২১ মে থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রিন ইউনিভার্সিটি আন্তকলেজ ফুটবল ফেস্ট-২০২৪’। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ডাইভারসিটির উদ্যোগে আয়োজিত এই ফেস্টে সরকারি ও বেসরকারি পর্যায়ের ৪৮টি কলেজ অংশগ্রহণ করছে।

আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে বরেণ্য ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন।

রাজধানী ঢাকা ও এর আশপাশের মোট ৪৮টি কলেজের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ২১ মে থেকে শুরু হবে, চলবে ২৭ মে পর্যন্ত চলবে। টুর্নামেন্টটির সব ম্যাচ আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি গ্রিন ইউনিভার্সিটি খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচারিত হবে বিশ্ববিদ্যালয় ও ডাইভারসিটির ফেসবুক পেজ থেকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে খেলাধুলার প্রাণ ফুটবল। যদিও অনেক কারণেই ফুটবল তার সোনালি অতীত হারিয়েছে। এটিকে ফিরিয়ে আনার চেষ্টাই হলো এই টুর্নামেন্ট। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশের ফুটবলকে আগের জায়গা ফিরিয়ে দেওয়া সম্ভব বলে মতো দেন বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘বাংলাদেশে এখনো জনপ্রিয় ও আবেগময় খেলা ফুটবল। খেলায় হার-জিত থাকবেই। এর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’ 

বরেণ্য ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতাও বৃদ্ধি করতেও এটি জরুরি। 

গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘অতীতকে ধরে না রাখলে ভবিষ্যৎকে ধরা যাবে না। ফুটবলের ইতিহাস নিয়ে আমাদের আত্মসমালোচনা দরকার। তবেই এর গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনা সম্ভব।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর)। সাত দিনব্যাপী খেলাধুলার নিয়মসহ খুঁটিনাটি তুলে ধরেন ডাইভারসিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিফাত হাসান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, ডাইভারসিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিফাত হাসান, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় মিসরাত জাহান মৌসুমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস

সালমান-আনিসুল-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার