হোম > সারা দেশ > ঢাকা

নটর ডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় গুলিস্তান শপিং কমপ্লেক্স মোড়ে সমাবেশ করছে নটর ডেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করে। 

সমাবেশে তিন দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। দবিগুলো হচ্ছে- ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর। 

আজ বুধবার দুপুর সাড়ে ১১টায় গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, 'আমরা এরই মধ্যে চালককে গ্রেপ্তার করেছি। ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে আমরা মামলা এবং অন্যান্য কার্যক্রম শুরু করব।' 

নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান আরমান বলেন, 'গ্রেপ্তার বা আইন করে সড়কে মৃত্যু থামানো যাবে না। এর জন্য সড়কে আইনের যথাযথ প্রয়োগ দরকার। সরকার প্রায়ই আইন করে কিন্তু সেই আইনের প্রয়োগ দেখি না।' 

সমাবেশ শেষে গুলিস্তান থেকে পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল হয়ে নটর ডেম কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল