হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টারকে পিটিয়ে জখম

কিশোরগঞ্জ প্রতিনিধি

মারধরে আহত স্টেশন মাস্টার খলিলুর রহমান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত পাঁচজনকে চিহ্নিত করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে স্টেশনমাস্টার খলিলুর রহমান সস্ত্রীক আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে ভৈরব থেকে কিশোরগঞ্জ রওনা হন। ট্রেনের ‘খ’ বগির ডাবল কেবিনে আগে থেকেই তুষি (২২) নামে এক নারী যাত্রী বসেছিলেন। তিনি কিশোরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা মৃত নিলু মিয়ার মেয়ে।

স্টেশনমাস্টার সস্ত্রীক একই বগির কেবিনে গেলে ওই নারী যাত্রী তাঁদের বাধা দেন। স্টেশনমাস্টার হিসেবে পরিচয় দেওয়ার পরও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে পৌঁছলে স্টেশনমাস্টার দুটি টিকিট কেটে আবারও কেবিনে ঢোকেন। তখনো ওই নারী যাত্রী তুষি তাঁদের সঙ্গে ‍দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তুষি মোবাইল ফোনে তাঁর ভাইকে বিষয়টি জানান।

ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে পৌঁছলে তুষির ভাই অন্তুসহ পাঁচজন মিলে স্টেশনমাস্টারের ওপর চড়াও হন। তাঁরা মাস্টারকে পিটিয়ে গুরুতর জখম করেন। রেলওয়ে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারী।

পরে পুলিশ ও স্থানীয়রা স্টেশনমাস্টারকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর ঘণ্টাখানেক রেলস্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। ফলে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। হামলাকারী পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার অন্তু, ইমরান, মোজাম্মেল, হিমেল ও আরিফ। তাঁদের ধরতে অভিযান চলছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭