হোম > সারা দেশ > ঢাকা

মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ: তিন মামলায় বিএনপির ৩৮৭ নেতা-কর্মীর নাম 

শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি

যাত্রাবাড়ী ও কদমতলী থানায় বিএনপির ৩৮৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মাতুয়াইলে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক তিন মামলায় তাঁদের আসামি করা হয়।

এসব মামলায় এখন পর্যন্ত যাত্রাবাড়ী থানায় ১৮ জন ও কদমতলী থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয়  কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেন। 

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলায় এজাহারনামীয় ২১৭ জনসহ অজ্ঞাত আরও অনেক আসামি রয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, সহিংসতার ঘটনায় এজাহার নামীয় ৭০ জনসহ অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। 

গতকাল বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মাতুয়াইলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য