হোম > সারা দেশ > ঢাকা

সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সাতরাস্তা মোড়ে কয়েক দফা দাবিতে অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার—মহাখালী, খামারবাড়ি—ফার্মগেট—শাহবাগ—কারওয়ান বাজারসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা বোঝানোর চেষ্টা করেও শিক্ষার্থীদের সড়ক থেকে ক্যাম্পাসে ফেরাতে পারছেন না।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যা দুপুর দেড়টা পর্যন্ত চলতে থাকে। এ সময় হাতিরঝিল, রামপুরা, মগবাজার, শান্তিনগর, কাকরাইল ও মিন্টু রোডে যানজটের সৃষ্টি হয়। শত শত গাড়ি আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সাড়ে ১২টার দিকে জানানো হয়, এই মুহূর্তে তেজগাঁওয়ের সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩০০—৪০০ শিক্ষার্থী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী হয়ে সাতরাস্তার দিকে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। তার মধ্যে ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের দ্রুত স্থানান্তর করা ছিল অন্যতম।

শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় ক্র্যাফট ইনস্ট্রাক্টররা তাদের পক্ষে রায় পেয়েছেন। অন্যদিকে শিক্ষকেরা বলছেন, ভুল বার্তায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাই তাদের বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য