হোম > সারা দেশ > ঢাকা

সামাজিক ও আইনি সমস্যার সমাধান দেবে ব্লক চেইন: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাল সনদ রোধ, ভূমি নিবন্ধন, বিয়ে নিবন্ধন ও বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে জাল সনদ থেকে মুক্তিসহ দেশের বিভিন্ন সামাজিক ও আইনি সমস্যার সমাধানে ব্লক চেইন প্রযুক্তি টেকসই সমাধান দেবে। 

আজ মঙ্গলবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত চতুর্থ ব্লক চেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

জুনাইদ আহমেদ পলক বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের পর বিয়ে ও তালাকের ডিজিটাল সার্টিফিকেট চালুর ক্ষেত্রে ব্লক চেইন প্রযুক্তি ব্যবহারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই সময় তিনি ডিজিটাল মুদ্রার ক্ষেত্রেও এই প্রযুক্তিটি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিমন্ত্রী অনুষ্ঠানে আইসিটি বিভাগের ইডিজিই প্রকল্পের অধীনে ব্লক চেইন প্রযুক্তিকে প্রশিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। 

এ সময় ব্লক চেইন নিয়ে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পলক বলেন, প্রযুক্তিটি বিশ্বের ডিজিটাল অর্থ লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু এসব বিষয় অজানা থেকে ভয় ও সন্দেহের সৃষ্টি হয়। তাই সচেতনতা ও সক্ষমতা অর্জনে আমাদের গুরুত্ব দিতে হবে। হয়তো ভবিষ্যতে ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াটাও সম্পন্ন করা হবে। 

পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় ‘প্রফেসর জামিলুর রেজা চৌধুরী’ চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ব্লক চেইন দল ‘টিম ফার্মার্স’। বিজয়ী হিসেবে তারা পেয়েছে ২ লাখ টাকার ডামি চেক। এছাড়া এক লাখ টাকার সিলভার পুরস্কার জিতেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দল-টিম অ্যাপো ক্যালিপ্স; পঞ্চাশ হাজার টাকার ব্রোঞ্জ পুরস্কার জিতেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র দল ‘টিক হেক্সা’ এবং প্রোটোটাইপ পুরস্কার জিতেছে সিলেট ক্যাডেট কলেজের দল গ্রে ডেভস। 

ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক ও বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি সচিব মো. শামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিত কুমার, দ্যা কম্পিউটার্স লিমিটেডের নির্বাহী পরিচালক খোন্দকার আতিক-ই রব্বানী, সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র বিনিয়োগ কর্মকর্তা ইফরাদ চৌধুরী ও ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭