Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবি ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট ও আইবিএর ফল প্রকাশ

জাবি প্রতিনিধি 

জাবি ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট ও আইবিএর ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট ও আইবিএর ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট -এ পাওয়া যাবে।

এর আগে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার ‘ডি’ ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ‘ই’ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার আইবিএ-জেইউ-এর ফল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন।

‘ডি’ ইউনিটে মেয়েদের প্রথম শিফটে পাসের হার ৪২.২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫.৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯.১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮.৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ।

মেয়েদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছে ১৭ হাজার ৬৬৪ জন। অর্থাৎ গড়ে ৪৪.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ ছাড়া ছেলেদের প্রথম শিফটে পাসের হার ৩৮.০২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩.০৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৬৪৯ জন। পাস করেছে ১৪ হাজার ৪ জন। গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।

আইবিএ-জেইউ ইউনিটে ছেলেদের পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং মেয়েদের ২৩.৬৬ শতাংশ। ছেলেদের জিপিএ-সহ সর্বোচ্চ নম্বর ৭২.৮০ এবং মেয়েদের জিপিএ-সহ সর্বোচ্চ নম্বর ৭৪.৫৮।

ছেলেদের মধ্যে মোট আবেদন করেছিলেন ২ হাজার ৮৩৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন। মেয়েদের মধ্যে মোট আবেদন করেছিলেন ১ হাজার ৮৫৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ২৮৫ জন। ছেলেমেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর মারা গেছেন

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ