হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুর রহিম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম নারায়ণগঞ্জ সদর থানার মহসিনাবন্ধ পূর্ব এলাকার মৃত আবির মিস্ত্রীর ছেলে। হাজতবাসের আগে গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদ গর এলাকায় থাকতেন তিনি। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার অর্পণ চৌধুরী বলেন, ‘ছিনতাই ও চাঁদাবাজি মামলায় তাঁকে গত ৩০ নভেম্বর ওই কারাগারে নেওয়া হয়। এর আগে তিনি গত ১৪ নভেম্বর থেকে গাজীপুর জেলা কারাগারে ছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।’ 

জেলার বলেন, ‘তিনি শ্বাস কষ্ট ও হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’ 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাদেকা আফরিন লুচি বলেন, ‘তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার অন্তত দেড়-দু ঘণ্টা আগেই তিনি মারা গেছেন। নিহতের লাশটি শক্ত হয়ে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের