বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কৃষক মজনু রহমান। একটা সময় আর দশটি সাধারণ কৃষকের মতো তাঁরও গোলাভরা ধান এবং গোয়ালে গরু ছিল। তবে সেই সুখ তাঁর বেশি দিন থাকেনি। পায়ে পচন ধরায় চিকিৎসার পেছনে জমি, বাড়িসহ সব হারিয়ে ফেলেন। কিন্তু সম্পদ হারিয়েও রক্ষা করতে পারেননি পা। একে একে কেটে ফেলতে হয়েছে দুটি পা। স্বাবলম্বী কৃষক থেকে ভূমিহীন হয়ে যান মজনু।
এরপর পঙ্গু মজনু বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে স্ত্রীসহ চলে আসেন ঢাকায়। কল্যাণপুরের ৯ নম্বর বস্তিতে মাত্র ১ হাজার ৪শ টাকায় একটি রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। দুমুঠো খাবারের সন্ধানে শুরু করেন ভিক্ষা। গত শুক্রবার শবে বরাতের রাতে বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করে পেয়েছিলেন ১৩ হাজার ৭০০ টাকা। সব হারিয়ে নিঃস্ব মজনু স্বপ্ন দেখছিলেন গ্রামে একটু মাথা গোঁজার ঠাঁই নির্মাণের। আর এ জন্য নিজের আয়ের একটি অংশ জমা করছিলেন। কিন্তু মজনুর সেই স্বপ্ন নিমেষেই ছাই হয়ে গেল। মুহূর্তেই পুরো সংসার আগুনের লেলিহানে পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার সকালে কল্যাণপুরের পোড়া বস্তিতে গিয়ে দেখা যায়, রাতের আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো খোঁজার চেষ্টা করছেন কিছু বেঁচে আছে কী না, কিছু রক্ষা পেল কি না? যেখানেই হাত দিচ্ছেন সেখানেই ছাই। রঙিন স্বপ্ন নিমেষেই পুড়ে ছাই। তিলে তিলে গড়ে তোলা একেকটি আসবাবপত্র চোখের সামনেই পুড়ে গেছে। কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে।
ঢাকা জেলা প্রশাসনের হিসেবে কল্যাণপুরের ৯ নম্বর বস্তিতে লাগা আগুনে পুড়েছে ২৭৯টি ঘর। মাত্র দুই ঘণ্টার আগুনে নিঃস্ব ২৭৯টি পরিবার। রাতের অন্ধকারের আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলেছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা।
সুফিয়া বলেন, ‘বয়স হয়েছে। শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। স্বামী হারিয়েছি ২০ বছর আগে। আমার কেউ নেই। পেটে একটা বড় টিউমার হয়েছে। ডাক্তার বলেছে, ৫০ হাজার টাকা হলে অপারেশন করবে। আগুনে সব শেষ হয়ে গেল। গায়ে একটা ছালা প্যাঁচায়ে কোনো রকমে জীবন বাঁচিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্যাসের সিলিন্ডারের ব্যবসার কথা অস্বীকার করেন আব্দুস সালাম। তিনি বলেন, ‘বস্তিতে আমার কোনো ব্যবসা নেই। আগে ছিল, এখন সব সিলিন্ডার সরিয়ে ফেলা হয়েছে।’
সরকারি জমিতে বস্তি গড়ে তুলে নিজেকে নগর বস্তি উন্নয়ন সংস্থার সভাপতি পরিচয় দেওয়া শাহ আলম বলেন, ‘এই বস্তিতে ৩ শ মানুষের ঘর পুড়েছে। আমরা বলতে পারি না কীভাবে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস দ্রুত আসলে আমাদের এত ক্ষতি হতো না। বিদ্যুৎ থেকে হয়তো আগুন লেগেছে।’