হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে কিশোরীর লাফ, মধ্যরাতে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরী লাফ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।

জানা গেছে, ওই কিশোরীর নাম রিয়া (১৪)। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন।

এসআই সুজন ঘটনাস্থল থেকে বলেন, ‘হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে দুজন লাফ দেওয়ার খবর পেয়ে এসেছি। লাফ দেওয়া পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার কিছু পরে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। টের পেয়ে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা