রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী রায়পুরার চরাঞ্চলে হঠাৎ মাঝারি ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক টানা উপজেলার করিমপুর, নজরপুর, আলোকবালি, চর আড়ালিয়াসহ কয়েকটি এলাকায় এ বৃষ্টিপাত হয়।
এতে ওই সব এলাকার ফসলি জমি–ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর পর এত শিলাবৃষ্টি দেখেছেন তারা। প্রায় আধা ঘণ্টা শিলাবৃষ্টিতে হাঁটু পর্যন্ত শিলা স্তূপ জমা পড়ে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার বাসিন্দারা।
টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে শিলা পড়েছে। বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার–টেবিল সব ফুটো হয়ে গেছে। অনেকের বাসাবাড়ির জানালার কাচ, গাড়ির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।