টাঙ্গাইল শহরের সন্তোষ বাগবাড়ির পুকুর থেকে শামসুল হক খান নামের এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
শামসুল হকের পরিবার বলছে, সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে মরদেহ গুম করার জন্য পুকুরে রেখে গেছে। শামসুল হক ওই এলাকার রশিদ খানের ছেলে।
মৃতের মেয়ে বলেন, ‘আমার বাবার কাছ থেকে নুরুল নামের একজন দুই লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই পাওনা টাকা দাবি করলে, বাবাকে বিভিন্ন সময় হুমকি দিত। আমার বাবাকে নুরুল হত্যা করেছে।’
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (তদন্ত) শামীম হোসেন বলেন, ‘শামসু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’