হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের হেলপারসহ অন্তত আহত ২ গুরুতর হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের শরীয়তপুরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিলো। বিকেলে গোল্ডেন লাইন নামে একটি বাস সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিয়ারের এর কাছে পৌঁছালেন বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়। পরে তাদের একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয় । তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন