হোম > সারা দেশ > ঢাকা

বিএসএমএমইউর নতুন উপাচার্যকে ব্যান্ড বাজিয়ে নেচেগেয়ে বরণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের একটি অংশ ব্যান্ড পার্টির আয়োজন করেন।

এমনকি তাঁরা ব্যান্ড বাজিয়ে, ব্যান্ডের তালে তালে নেচেগেয়ে ও ফুল দিয়ে নতুন উপাচার্যকে বরণ করে নেন।

এ সময় এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নূরুল হক বলেন, ‘আমি কোনো বিশেষ পক্ষের নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি কোনো পক্ষ বা গ্রুপের লোক হব না। আমি সেন্টারে থাকব, প্লাসে-মাইনাসে যাবে না।’

অধ্যাপক দীন মো. নূরুল হক বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু কোনো অন্যায় আবদার শুনব না। এখানে শ্রম দেওয়া প্রত্যেকটা মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের বন্ধু-ভাই হয়ে কাজ করতে চাই। প্রশাসনের ক্ষমতা খাটাতে চাই না। আপনারা আমাকে দলনেতা হিসেবে গ্রহণ করতে পারেন। আমি সব সময় আপনাদের পাশে চাই। অন্য কোনোভাবে আমাকে খুশি করা যাবে না। যে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন, তাকেই দায়িত্ব দিতে চাই। আমি চার বছরে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান পরিবর্তন করতে চাই।’

কারও উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যেভাবে সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হয়েছে, তা অবিশ্বাস্য। এটা আমার জীবনের শ্রেষ্ঠতম দিন। আমাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অনুভব করবেন না। আমাকে কোনো গ্রুপে যুক্ত করার চেষ্টা করবেন না।’

এ সময় সব সাবেক উপাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক দীন মোহাম্মদ বলেন, ‘সাবেকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমান উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন সাহেব আমাকে ফুল দিয়ে বরণ করেছেন। আমিও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। একই ক্লিনিকে প্র‍্যাকটিস করেছি।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আমার খুবই কাছের বড় ভাই। শেখ হাসিনা বার্ন হাসপাতাল করার সময় আমি উনার সঙ্গে কাজ করে হাসপাতাল দাঁড় করিয়েছি। তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিমন্ত্রীও আমার কাছে বোন। আমরা তিনজন মিলে দেশকে একটা অসাধারণ স্বাস্থ্যখাত উপহার দিতে চাই।’

ভিসি বলেন, ‘চিকিৎসক ও শিক্ষকদের সমস্যা আমার থেকে ভালো কেউ জানে না। এই বিশ্ববিদ্যালয় সারা দেশের মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক তৈরি করে। গবেষণা ছাড়া মেডিকেল শিক্ষা চলতে পারে না। গবেষণার জন্য যা যা প্রয়োজন, আমি তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পারব বলে আমার বিশ্বাস।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭