Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সোলার প্যানেলে বজ্রপাত, ভাইস চেয়ারম্যানের কক্ষে ব্যাটারি বিস্ফোরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

সোলার প্যানেলে বজ্রপাত, ভাইস চেয়ারম্যানের কক্ষে ব্যাটারি বিস্ফোরণ

বজ্রপাতের সঙ্গে সঙ্গে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কক্ষে ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোলার প্যানেলের ওপর অথবা খুব কাছে বজ্রপাতের ফলে সংযুক্ত ব্যাটারিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কেউ হতাহত হয়নি। 

আজ রোববার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে সোলার প্যানেলের সঙ্গে যুক্ত ১টি ব্যাটারি ও মেশিন পুড়ে গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদের সিএ সুবল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টি চলাকালে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের ছাদে রাখা সোলার প্যানেলের সঙ্গে সংযুক্ত ভাইস চেয়ারম্যানের কক্ষে থাকা ছয়টি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সম্পূর্ণ ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ব্যাটারির অ্যাসিড কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।’ 

সুবল বিশ্বাস আরও বলেন, ‘এ সময় ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান কেউই কক্ষে উপস্থিত ছিলেন না। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কিছুক্ষণ পর তারা চলে আসে। তারা বিদ্যুতের সকল সংযোগ বন্ধ রাখতে বলেন। পরে খবর শুনে ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের ঘটনাস্থলে আসেন।’ 

 

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে