রাজধানীর রামপুরার পলাশবাগে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। আজ সোমবার ভোর ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয় ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে এক খুদে বার্তায় জানানো হয়, ৫টা ২৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৩৬ মিনিটে। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজারসহ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।