Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তথ্য প্রদানে হয়রানি নিয়ে দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

তথ্য প্রদানে হয়রানি নিয়ে দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক ড. মো. সলিমউল্লাহ এবং গোপালগঞ্জ ডিসি অফিসের সহকারী কমিশনার রন্টি পোদ্দারকে তথ্য প্রদানে হয়রানি ও অসহযোগিতার কারণে সতর্ক করেছে তথ্য কমিশন। একই সঙ্গে দ্রুত তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। 

আজ বৃহস্পতিবার তথ্য কমিশন জানিয়েছে, উল্লিখিত দুইটি বিষয় ছাড়াও ৮টি অভিযোগের শুনানি করে ৬টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এসব আদেশ প্রদান করেছেন। 

আদেশে বলা হয়েছে, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী, তথ্য প্রদানে বাধা এবং তথ্য যাচনাকারীকে হয়রানি করায় সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এ ছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ১০ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

তথ্য কমিশন আরও জানিয়েছে, আবেদনকারীর চাহিত তথ্য প্রদানে অসহযোগিতা করায় এবং কমিশনের নির্দেশ যথাযথ পালন না করায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এ ছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ৭ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১