Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিলে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূর নাম শান্তা আক্তার (২৬)। 

এ ঘটনায় শান্তার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে মতিঝিল থানায় মামলা করেছেন। এরই মধ্যে নিহত শান্তার স্বামী সৈয়দ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শান্তা আক্তারের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) নাসিরুল আমীন। 

তিনি বলেন, মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে জানা গেছে। ওই নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহত শান্তা আক্তারের বোন রুপা বেগম বলেন, ‘স্বামী সৈয়দ রাসেল ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে দক্ষিণ কমলাপুরের ওই বাসায় ভাড়া থাকতেন শান্তা। রাসেল একটি পরিবহনে চাকরি করেন। রাসেলের সঙ্গে অন্য একটি মেয়ের পরকীয়া প্রেম আছে এবং তাঁকে বিয়েও করেন। শান্তার বিয়ের আগেও রাসেলের আরও একজন স্ত্রী ও সন্তান ছিল। সেসব গোপন করে শান্তাকে বিয়ে করে। এসব বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এই অভিমানেই শান্তা গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা।’ 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন বলেন, সকালে খবর পেয়ে দক্ষিণ কমলাপুরের চতুর্থ তলা বাসার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল।

সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস