টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জেলা জজ কোর্ট প্রাঙ্গণের পাশে হেলিপ্যাড এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি আজ বুধবার পালন করেন তারা। তবে কর্মসূচি পালন করতে গিয়ে তাদের বাধার সম্মুখিন হতে হয়েছে।
এ সময় তারা পুলিশি বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন।
কর্মসূচিতে শহরের সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
এরপর ডিসট্রিক্ট গেট থেকে বিক্ষোভ মিছিল ময়মনসিংহ সড়কে এগুতে থাকলে কলেজ মোড়ে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা বাধা অতিক্রম করে মিছিল নিয়ে পুরোনো বাসস্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ করে।