হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় মার্শাল আর্টে চ্যাম্পিয়ন নরসিংদীর শাহজাহান সম্রাট

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদীর শাহজাহান সম্রাট। গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবসে ঢাকার আজিমপুর বেলী গার্ডেনে বঙ্গবন্ধু তায়কোয়ান্দো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে ৫ম বাংলাদেশ কাপ আইটিএফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এই প্রতিযোগিতা দুটিতে বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৫৫টি মার্শাল আর্ট ক্লাবের ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। এতে নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট ৫ম বাংলাদেশ কাপ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার আপ এবং ১ম বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক সোলায়মান শিকদার, সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল, প্রশিক্ষক মঞ্জুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। 
 
শাহজাহান সম্রাট আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত অধ্যবসায় ও নিয়মিত প্রশিক্ষণ তাঁকে এই অবস্থানে যেতে সাহায্যে করেছে। জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতা থাকলে নরসিংদীর প্রতিযোগীরা আরও বেশি পদক নিয়ে আসতে পারবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মার্শাল আর্ট চর্চার গুরুত্ব অপরিসীম। তাই যুব সমাজের মধ্যে মার্শাল আর্টের জাগরণ প্রয়োজন। 

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন