কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার (৩০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে নীলগঞ্জ-তাড়াইল সড়কের দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষিকা ইটনা উপজেলার রায়টুটি পশ্চিমপাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী। হ্যাপী আক্তার রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪) নামের আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, ‘খবর পেয়ে ওসি (তদন্ত) মিজানুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা ও টমটমসহ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আমরা ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছি। তবে চালক দুজন পলাতক।’