হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে যাত্রীর ব্যাগ তল্লাশির নামে চকলেট খেয়ে ফেলায় ৩ কর্মকর্তা বরখাস্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম স্বাক্ষরিত আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করেন ওই কর্মকর্তারা। তাঁরা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েক জন চকলেট বের করে নেন এবং কয়েকজন সেই চকলেট খান। বিষয়টি দেখে অন্য এক যাত্রী পরে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে প্রত্যাহার করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেন।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন