হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে যাত্রীর ব্যাগ তল্লাশির নামে চকলেট খেয়ে ফেলায় ৩ কর্মকর্তা বরখাস্ত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম স্বাক্ষরিত আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করেন ওই কর্মকর্তারা। তাঁরা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েক জন চকলেট বের করে নেন এবং কয়েকজন সেই চকলেট খান। বিষয়টি দেখে অন্য এক যাত্রী পরে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে প্রত্যাহার করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়