গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবুল কাশেম (৬৫)। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
আবুল কাশেম লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক। টঙ্গীর আলম মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সন্ধ্যায় চেরাগ আলী এলাকার একটি শাখা সড়কের অপর পাশে নিজের ভ্যানটি রেখে রাস্তা পারাপার হতে যান কাশেম। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।