নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দেন। সেই সঙ্গে বোর্ডকে কোম্পানির বার্ষিক সাধারণ সভা করারও অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ডের সদস্য হচ্ছেন–সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, আইনজীবী মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ ও ব্যবসায়ী ইকবাল জামান।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মইনুল ইসলাম। তিনি জানান, ২০১২ সালের পর আর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে এজিএম না হলে আদালতের অনুমতি নিয়ে এজিএম করতে হয়। তাই এজিএম করার জন্য ১৬ জন অংশিদার আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন এবং নয় সদস্যের বোর্ড পুনর্গঠন করেছেন।
২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি-২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ার হোল্ডার রয়েছে ৪৯ জন।
অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডিসহ কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ২০১২ সালে মামলা করে দুদক। ওই মামলায় অভিযুক্ত আসামিদের কারাগারে পাঠানো হলে থেমে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম।