হোম > সারা দেশ > ঢাকা

এবার ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর টোলবার ক্ষতিগ্রস্ত 

শরীয়তপুর প্রতিনিধি

কোরবানির পশুবাহী ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ২ নম্বর কাউন্টারের টোলবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুর থেকে আসা গরুবোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে দুপুর ১২টার দিকে কারিগরি টিমের সদস্যরা ক্ষতিগ্রস্ত বারটি মেরামত করে পুনরায় সচল করেছেন। বর্তমানে ওই কাউন্টার দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোলবার ক্ষতিগ্রস্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন। 

প্রকৌশলী আরও বলেন, টোল প্লাজার টোল আদায়ের কার্যক্রম চলমান থাকা অবস্থায় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে একটি মিনি সাইজের পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর কাউন্টারের টোলবারে আঘাত করে। এতে বারটি কানেকটিং রড থেকে সামনের দিকে কিছুটা বাঁকা হয়ে যায়। খবর পেয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বারটি সংস্কার করেন। 

দুর্ঘটনাকবলিত ট্রাকচালক মো. শাহ আলম শেখ বলেন, ‘ফরিদপুর থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর শনির আখড়া যাচ্ছিলাম। টোল প্লাজায় টোল দিয়ে সামনে যাওয়ার সময় ব্রেক ফেল করে। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ টোল প্লাজার বারে ধাক্কা লাগে। এতে বারটি বাঁকা হয়ে যায়। এখানে দায়িত্বরত অফিসার আমাদের ট্রাকটি আটকে দেন। পরে সমস্যার সমাধান করার পর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, পদ্মা সেতু চালুর পর গত মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় জাজিরা প্রান্তের টোল প্লাজার ৩ নম্বর কাউন্টারের টোলবার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টোল প্লাজার টোলবার ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটল। 

রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

চার ঘণ্টার বেশি সময় পর নিভল মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন

আবদুল হামিদ মেডিকেল কলেজে সবদিকে ঘাটতি, শুধু আসন বাড়তি

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সেকশন