হোম > সারা দেশ > শরীয়তপুর

এবার ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর টোলবার ক্ষতিগ্রস্ত 

শরীয়তপুর প্রতিনিধি

কোরবানির পশুবাহী ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ২ নম্বর কাউন্টারের টোলবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুর থেকে আসা গরুবোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে দুপুর ১২টার দিকে কারিগরি টিমের সদস্যরা ক্ষতিগ্রস্ত বারটি মেরামত করে পুনরায় সচল করেছেন। বর্তমানে ওই কাউন্টার দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোলবার ক্ষতিগ্রস্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন। 

প্রকৌশলী আরও বলেন, টোল প্লাজার টোল আদায়ের কার্যক্রম চলমান থাকা অবস্থায় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে একটি মিনি সাইজের পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর কাউন্টারের টোলবারে আঘাত করে। এতে বারটি কানেকটিং রড থেকে সামনের দিকে কিছুটা বাঁকা হয়ে যায়। খবর পেয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বারটি সংস্কার করেন। 

দুর্ঘটনাকবলিত ট্রাকচালক মো. শাহ আলম শেখ বলেন, ‘ফরিদপুর থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর শনির আখড়া যাচ্ছিলাম। টোল প্লাজায় টোল দিয়ে সামনে যাওয়ার সময় ব্রেক ফেল করে। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ টোল প্লাজার বারে ধাক্কা লাগে। এতে বারটি বাঁকা হয়ে যায়। এখানে দায়িত্বরত অফিসার আমাদের ট্রাকটি আটকে দেন। পরে সমস্যার সমাধান করার পর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, পদ্মা সেতু চালুর পর গত মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় জাজিরা প্রান্তের টোল প্লাজার ৩ নম্বর কাউন্টারের টোলবার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টোল প্লাজার টোলবার ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটল। 

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর