হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় হাসপাতাল থেকে মো. আশিক সরকার (৫১) নামের অ্যাম্বুলেন্সচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উত্তরা ৯ নম্বর সেক্টরের ‘উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের’ আন্ডারগ্রাউন্ডের রেস্ট রুম থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই অ্যাম্বুলেন্সচালক হলেন খুলনার চিতলমারী উপজেলার শৈলদা গ্রামের উজির সরকারের ছেলে। বর্তমানের উত্তরা ৯ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ৫২ নম্বর বাসায় থাকতেন। 

হাসপাতাল ও উত্তরা পশ্চিম থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আশিক সরকার একটি অ্যাম্বুলেন্স চালাতেন। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে অ্যাম্বুলেন্স চালানো শেষে হাসপাতালটির আন্ডারগ্রাউন্ডের রেস্ট রুমে যান। পরে রুমের দরজা লাগিয়ে সকাল ৭টা থেকে ৮টার মধ্যবর্তী সময় তিনি ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। 

আশিক সরকারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তাঁর দুই বউ। তাঁরা জানিয়েছেন, এক নারীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক রয়েছে। পরকীয়ার কারণে স্থানীয়ভাবে বিচার-সালিসও হয়েছে। ওই নারী গতকাল (সোমবার) রাতে আশিক সরকারকে এসে মারধর করে চলে গেছেন। আজ সকাল ৬টার দিকে আশিক সরকার তাঁর ছোট বউয়ের সঙ্গে ফোনেও কথা বলেছেন। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে একজন অ্যাম্বুলেন্সচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

সেকশন