হোম > সারা দেশ > ঢাকা

'বেকার বইলা আমাগো টাকার কোনো দাম নাই'   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাকা দিয়া আবেদন কইরাও পরীক্ষা দিতে পারি না। বেকার বইলা আমাগো নিজেগো তো দাম নাই, আমাগো টাকারও কোনো দাম নাই। 

চাকরিপ্রত্যাশী কয়েকজন আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে ইডেন কলেজে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় শেষে আক্ষেপ করে এসব কথা বলেন। একই দিনে তাদের আরও দুটি পরীক্ষা ছিল বলে জানান তারা।  

আজ শুক্রবার একই দিনে ১৫টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলো-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, স্থানীয় সরকার বিভাগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়, পদ্মা অয়েল কোম্পানি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

এতগুলো পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বেশি, সেসব এলাকার আশপাশে যানজট বেশি লক্ষ্য করা গেছে। 

ঢাকা কলেজের সামনে জ্যামে আটকে পড়া রাকিব হাসান বলেন, অনেক চেষ্টা করে একটা বাসে উঠতে পারছি। এখন দেখি বাস আর চলে না। চাকরির পরীক্ষার চাপে পরীক্ষার্থীদের মতো আমরাও পিষ্ট। 

নোয়াখালী থেকে পরীক্ষা দিতে আসা সাবিকুন্নাহার বলেন, একেকটা পরীক্ষায় আবেদন করতে পাঁচ সাত শ টাকা লাগে। পরীক্ষা দিতে আসতে আরও দুই তিন হাজার টাকা খরচ হয়। এত কষ্ট করার পরেও পরীক্ষা মিস হইতেছে। 

করোনার অচলাবস্থা কাটার পর মাস দেড়েক ধরেই সাপ্তাহিক ছুটির দিনে একাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে আসছেন নিয়োগপ্রত্যাশীরা। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ারও দাবি উঠছে ৷ আর সরকারি কর্ম কমিশন বলছে সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার সূচি নির্ধারণ করতে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলে জানা গেছে, আপাতত এগুলোর কোনোটিরই পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। তবে কেন্দ্রীয়ভাবে ১৪ থেকে ২০ তম গ্রেডের কিছু পদের পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা পর্যালোচনা করে দেখা হচ্ছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩