হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে রাখা লাশ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামের এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে নিলুফা বেগম (১৯) বলেন, আজ ভোরে উপজেলার দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন কুদ্দুস শেখ। ভোর সাড়ে ৫টার দিকে কামাল শেখের পুকুরপাড়ে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের পুকুরে ফেলে চলে যায়। এ সময় কুদ্দুসের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিলুফা বেগম আরও বলেন, গত বছর উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে কয়েক দফা তাঁকে মারধর করায় সম্প্রতি রফিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন নেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এটি তাঁর স্বামী রফিক সরদারের বলে জানিয়েছেন নিলুফা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন