হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চিপসের ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক ও কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে চিপসের একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর পলাশপুর এলাকায় ধলেশ্বরী ১ নম্বর সেতুসংলগ্ন আমিন করপোরেশন নামে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ ইউনিট। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চিপসের প্যাকেট তৈরি করা হয়। সন্ধ্যায় কারখানাটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বলেন, ‘কেরানীগঞ্জে টিনশেডের একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি।’ 

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা কারখানার ভেতরে কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য