হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

অস্ত্রসহ গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ কেল্লার মোড় সংলগ্ন শহীদ নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) এবং মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি, কড়াত এবং লোহার রড উদ্ধার করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ কেল্লার মোড় সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও ২-৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই এবং মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য