Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

লালবাগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
অস্ত্রসহ গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ কেল্লার মোড় সংলগ্ন শহীদ নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) এবং মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি, কড়াত এবং লোহার রড উদ্ধার করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ কেল্লার মোড় সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও ২-৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই এবং মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক