Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গোসাইরহাটে বাসি খাবার খেয়ে ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে বাসি খাবার খেয়ে ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ

বাসি খাবার খেয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড়কাঁচনা এলাকার আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বেশি অসুস্থ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ 

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, মো. ইব্রাহিম (৮), মো. আব্দুর রহমান (১১), মো. আবু বক্কর (১০), মো. সিয়াম (৭), (১০), মাহফুজ (১০)। 

মাদ্রাসা কর্তৃপক্ষ ও অসুস্থ ছাত্ররা জানায়, আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৭০ জন শিক্ষার্থী। গতকাল রোববার রাতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মুরগির মাংস ও ডাল রান্না করা হয়। আজ সকালে হেফজ ও নুরানি বিভাগের শিশুরা গতকালের ওই রান্না করা খাবার খেলে ঘণ্টাখানেক পর একে একে ছাত্রের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপেক্ষাকৃত বেশি অসুস্থদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷ 

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, ‘গরমে বাসি ও পচা খাবার খাওয়ার ফলে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন বিপদমুক্ত।’ 

মাদ্রাসা ছাত্র মো. মাহাদী ইসলাম বলেন, ‘সকালের খাবার খেয়ে আমরা পরীক্ষা দেই। পরে বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। অভিভাবক ও শিক্ষকেরা আমাদেরকে হাসপাতাল নিয়ে আসে।’ 

অভিভাবক হানিফ চৌকিদার বলেন, ‘মাদ্রাসায় আমার ছেলে পড়ালেখা করে ৷ আমার ধারণা বাসি ও পচা খাবার খাওয়ায় আমার ছেলে অসুস্থ হয়েছে।’ 

মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই। এখন সবাই সুস্থ আছে। কি কারণে অসুস্থ হলো বলতে পারি না।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার তদন্ত ওসি আবুবকর বলেন, ‘হাসপাতালে ছাত্রদের খোঁজ খবর নিয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম