হোম > সারা দেশ > ঢাকা

মে দিবসে ঠিকাদারের অবহেলায় প্রাণ গেল নির্মাণশ্রমিকের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

শ্রমিক দিবসেই রাজধানীর উত্তরখানে ঠিকাদারের গাফিলতিতে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারালেন নির্মাণশ্রমিক মো. লালন (৩৫)।

উত্তরখান মাজার-দক্ষিণখান বাজার সড়কের ফজির বাতান এলাকার ‘টাওয়ার টোয়েন্টি এইট’ নামের দশতলা ভবনের পঞ্চম তলা থেকে বুধবার (১ মে) বিকেল ৪টার দিকে পড়ে যান লালন।

সহকর্মী ও আশেপাশের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় দক্ষিণখানের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন উত্তরখান থানায় আগত শ্রমিকেরা।

নিহত ওই শ্রমিক কিশোরগঞ্জের সদর উপজেলার নামাপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি উত্তরখানের শ্যামলবাগ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। লালন থাই ও গ্রিলের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

টাওয়ার টোয়েন্টি এইট ভবনটির কেয়ারটেকার সোহরাব আলী আজকের পত্রিকাকে বলেন,‘দশতলা ভবনের চতুর্থ তলার ছাদের কাজ শেষ হয়েছে। পঞ্চম তলার ছাদের জন্য সেফটি দিতে গিয়ে টিন ভেঙে ওই শ্রমিক নিচে পড়ে গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

সোহরাব আলী বলেন, ‘টিনগুলো অনেক পুরোনো ছিল, যার কারণে টিন ভেঙে নিচে পড়ে যান লালন।’

থানায় এসে সন্তানদের নিয়ে বিলাপ করছিলেন লালনের স্ত্রী শিরিন আক্তার। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘তুই আমারে কই ফেলাইয়া থুইয়া গেলি কে রে? তুই কেমনে এত পাষাণ হইলি রে? এখন আপনার মোস্তাকিমরে কত মানুষ মারব! কে দেখব মোস্তাকিমরে, কে দেখব ইয়াসিন রে? আল্লাহ্‌ আমার কী ক্ষতি করলা!’

শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনতে পাইছি, আমার স্বামী ওপর থেকে পড়ে গেছে। তখন দৌড়ে ওই বিল্ডিংয়ে গিয়া পাই নাই। পরে থানায় এসে তার লাশ পাইছি।’

টাওয়ার টোয়েন্টি এইট ভবনটির মালিক সমিতির সভাপতি ও কুমিল্লার দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি আমরা কিছু পুলিশ সদস্য ও বিমানবাহিনীর কয়েকজন সদস্য, ইঞ্জিনিয়ার ও প্রফেসর ২৮ জন মিলে করছি। পুরো ভবনটির নির্মাণকাজ কন্ট্র্যাক্টে দেওয়া হয়েছে। ঠিকাদারের কথা ছিল, টিন দিয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হবে, সেটির ওপর দিয়ে ১০ জন হেঁটে গেলেও কিছু হবে না। কিন্তু একজনেই এ অবস্থা হবে, ভাবতেই পারছি না!’

তিনি বলেন, ‘আমরা সবাই সরকারি কর্মজীবী। সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত। যার কারণে কন্ট্র্যাক্টে কাজ করা হচ্ছিল। আজ শ্রমিক দিবস উপলক্ষে কাজ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু সামান্য একটু সেফটির কাজ বাকি ছিল বিধায় আমাদের অজান্তেই কাজ চলছিল।’

এসআই আশরাফুল ইসলাম বলেন, ‘এমন ঘটনায় আমরা মর্মাহত। নিহতের স্বজনদের পাশে আমরা মালিক কর্তৃপক্ষ সাধ্য অনুযায়ী থাকব এবং সহযোগিতা করব।’

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটির নিরাপত্তা বেষ্টনীর কাজ করতে গিয়ে ওই শ্রমিক বৈদ্যুতিক তারের খুঁটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে কথা বলতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন