হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঘন কুয়াশায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু হলো দুই নৌরুট 

মানিকগঞ্জ (শিবালয়) প্রতিনিধি

ঘন কুয়াশায় ৮ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ও ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় ঘনকুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

খালেদ নেওয়াজ বলেন, নৌপথের দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ ঘটিকা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং রাত সোয়া ২টা থেকে মঙ্গলবার সকাল ৮ ঘটিকা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। আজ মঙ্গলবার সকাল ৮টায় ঘনকুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

নেওয়াজ আরও জানান, কুয়াশাজনিত কারণে আরিচা-কাজিরহাট নৌরুটের যমুনার মাঝ নদীতে ফেরি শাহ আলী, আরিচা ঘাটে ফেরি রুহুল আমিন, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙর করে থাকে। 

অপরদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার মাঝ নদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, খানজাহান আলী, এনায়েতপুরী ও ফরিদপুর নামক চারটি ফেরি নোঙর করে থাকে। 

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৬টি ফেরি গোলাম মাওলা, শাহ পড়ান, বরকত, হাসনা হেনা, বনলতা এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি মতিউর রহমান, রজনী গন্ধা, করবী ও কেরামত আলী যাত্রী এবং যানবাহন বোঝাই করে নোঙর করে। 

ঘনকুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট ও ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে তিনি জানান।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য