হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ার কেরানীবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাসেল (৩৫) নামে এক পথচারী মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে গেন্ডারিয়ার কেরানীবাড়ি ভাট্টিখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। 

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাজু ও হাসান জানান, ভাট্টিখানা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখন পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল ধসে রাস্তার ওপর পড়ে। এতে ওই দেয়ালের নিচে চাপা পড়েন রাসেল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তারা আরও জানান, গেন্ডারিয়া এলাকায় থাকতেন রাসেল। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত রাসেল গ্যান্ডারিয়া এলাকায় থাকত। মিটফোর্ড হাসপাতাল এলাকায় ওষুধের দোকানে কাজ করতেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ঘটনাটি গেন্ডারিয়া থানা-পুলিশকে জানানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য