হোম > সারা দেশ > ঢাকা

‘সমৃদ্ধ পৃথিবী দেখতে জেন্ডার বৈষম্য দূর করতে হবে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমরা যদি আগামীর পৃথিবী সমৃদ্ধ দেখতে চাই, তবে অবশ্যই আমাদের জেন্ডার বৈষম্য দূর করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর না হলে কখনই টেকসই উন্নয়ন হবে না। নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে, বাংলাদেশে সমাজব্যবস্থা তত দ্রুত এগিয়ে যাবে। 

মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটির উইমেন্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিবসটি উদ্‌যাপন করা হয়। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘আগামীর পৃথিবী যদি সমৃদ্ধ দেখতে চাই, তবে অবশ্যই আমাদের জেন্ডার বৈষম্য দূর করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর না হলে কখনই টেকসই উন্নয়ন হবে না। এ সময় তিনি নারীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

অন্যান্য বক্তারা বলেন, ‘নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে, বাংলাদেশে সমাজব্যবস্থা তত দ্রুত এগিয়ে যাবে। তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ আজ অনেকটাই নারী ক্ষমতায়নের পথে এগিয়ে গেছে। রাজনীতি, অর্থনীতি, বিচার বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণ বেড়েছে। সরকার-বেসরকারি বিভিন্ন উদ্যোগের ফলে নারীর উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। জাতির সামগ্রিক উন্নয়নে এই চর্চা আরও বাড়াতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নেটওয়ার্ক ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনআরটি) এর নির্বাহী পরিচালক সানাইয়া ফাহিম আনসারী, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ফ্যাকাল্টি অব ল’ এবং আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন