নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাতিল হওয়া আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সংক্রান্ত আদেশে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এরফলে আপাতত ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে না এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিও করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার ভর্তি বাতিল হওয়া ৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাঈদ আহমেদ রাজা। হাইকোর্টে রিট করা শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।
আইনজীবী রাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টকে দুইমাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৬৯ জনের ভর্তি বাতিল করা হয়েছিল, এগুলো বাতিল অবস্থায়ই থাকবে। আর যাদের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে বলেছে সেগুলো আর ভর্তি করতে পারবে না। এখন সিদ্ধান্ত আবার হাইকোর্টে চলে গেল।
এর আগে স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে গত ৬ মার্চ নির্দেশ দেন। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ভর্তি বাতিল হওয়াদের মধ্যে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি কোনো সিদ্ধান্ত না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।