Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশার চাপায় তরুণ নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশার চাপায় তরুণ নিহত

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় রিফাত মণ্ডল (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর সিএনজিচালিত অটোরিকশার চাপায় তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও অপর আরোহী। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের বড় মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিফাত মণ্ডল বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মৃত বাবুল মণ্ডলের ছেলে। তিনি শ্রীপুর রহমত আলী ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত অপর দুজন হলেন তাঁর বন্ধু মোটরসাইকেলচালক মামুন (২২) ও আরোহী রিফাত (২১)। 

নিহতের চাচাতো ভাই আরিফ মণ্ডল বলেন, নতুন মোবাইল ফোন কিনতে বন্ধুর মোটরসাইকেল নিয়ে মাওনার উদ্দেশে রওনা হয় রিফাত। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে বরমী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন মিয়া বলেন, পৌরসভার আব্দুস সাত্তার বড় মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছামাত্র তাঁদের মোটরসাইকেলটির সামনে একজন পথচারী চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মাঝখানে বসা রিফাত ছিটকে পাকা সড়কে পড়ে যান। এরপর দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলের চালক ও অপর আরোহী গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর হাসপাতালে হতাহতদের স্বজন ও পরিচিতদের ভিড়। ছবি: সংগৃহীতশ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, তিনজনকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে রিফাত নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি