হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উত্তরা আবদুল্লাহপুরের বাসস্টপেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইটালবাড়ির মো. ফারুকের ছেলে আসিফ (১৮), কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে ফারুক (৩৮) ও কক্সবাজারের রামু উপজেলার ঈদগর গ্রামের নবী হোসেনের ছেলে আবুল কাশেম (৩২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মাসুদ আলম বলেন, এসব ইয়াবা মাদক কারবারিরা সু-কৌশলে শরীর বিভিন্ন স্থানে লুকিয়ে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসেছেন। পরে তাঁরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করতেন। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি আবুল কাশেমের বিরুদ্ধে সিলেট মহানগরীর চান্দগাঁও থানায়ও মাদক মামলা রয়েছে। 

ওসি মাসুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আজ সকালে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭