মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সৌদি আরব ফেরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা আম্বিয়া বেগম (৬০) মারা যান। এ সময় গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মা আম্বিয়া বেগম কুমিল্লা জেলা বুড়িচং থানা কংশনগর এলাকার সুলতান আহমেদের স্ত্রী। সৌদি আরব ফেরত জসিম ও দুলালকে নামের দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিকে আনতে যান তিনি। গিয়ে নিহত হন।
আহতরা হলেন, ছেলে দুলাল মিয়ার ছেলে সবুজ (২০), মেয়ে রিয়া মনি (১০), বাবা সুলতান আহমেদ, গাড়িচালক ইউসুফ, তাদের আত্মীয় অলি মিয়া।
আহত সবুজ জানান, রাস্তার পাশে দোকান সংলগ্ন গাড়ি থামিয়ে দাদা সুলতান আহমেদ গাড়ি থেকে নামেন। এমন সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার দাদি নিহত হন এবং গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাই ওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় গাড়িচালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত উভয় গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে আছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।