হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরা ও লালবাগে ভবন থেকে নিচে পড়ে দুজন মারা গেছেন। নিহতেরা হলেন শ্রমিক শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তাঁরা আট থেকে নয় মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল। সকাল ৮টার দিকে ভবনটির বাইরের দিকের বাঁশের মাচা খোলার সময় শাকিল দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। শাকিল মুগদার মান্ডা এলাকায় থাকতেন।

এদিকে মৃত বাদলের ছেলে মো. মিজানুর রহমান জানান, তাঁরা লালবাগের হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠতলায় থাকেন। বাড়িটি তাঁদের নিজেদের। বাবা আগে চামড়ার ব্যবসা করতেন, গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাঁকে বেশির ভাগ সময়ই রুমের ভেতরে আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল।

মিজান আরও জানান, দরজা বন্ধ থাকায় আজ সকাল ৮টার দিকে তিনি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। 

লালবাগ থানার এসআই অলোক কুমার বিশ্বাস বলেন, মৃত বাদলের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।

এসআই আরও জানান, বাদল সবার চোখের আড়ালে একা একা বাসার বাইরে চলে যেতেন। স্বজনেরা তাঁকে ঘরে বন্দী করে রাখত। আজ সকালে বাসার জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যান। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য