হোম > সারা দেশ > ঢাকা

জলাতঙ্ক রোগের আশঙ্কা থাকে যেসব প্রাণীর কামড় বা আঁচড়ে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর বলেন, মানুষ এবং পশু উভয়েই জলাতঙ্ক রোগের ভয়াবহতার শিকার হতে পারে। রোগটি সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুর ইত্যাদি প্রাণীর কামড় বা আঁচড়ের দ্বারা হওয়ার সম্ভাবনা থাকে এবং একবার এই রোগের লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু অবধারিত। তাই জনসচেতনতা বৃদ্ধি ও পোষা প্রাণীকে টিকা প্রদানই এই রোগের হাত থেকে বাঁচার সহজ উপায়। 

তিনি প্রাণী কল্যাণ কাজে নিয়োজিত ভেটেরিনারিয়ানদের নিজেদের স্বাস্থ্যের নিরাপত্তাসহ রোগটি নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক রোগটি দূর করার বাধ্যবাধকতা রয়েছে এবং এর জন্য সবার আগে প্রয়োজন জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ। প্রাণিস্বাস্থ্য ও মানব স্বাস্থ্যের যৌথ ও সফল উদ্যোগের মাধ্যমেই কেবল সঠিক সময়ে জলাতঙ্ক দূর করা সম্ভব।

বিভিএ এর সদস্যসচিব ডা. মো. তারেক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিভিএ এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। সভার শুরুতে জলাতঙ্কের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল এইচ নাজির। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ, দি ভেট এক্সিকিউটিভ আহ্বায়ক ডা. মো. রেজাউল করিম মিয়া, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমান।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন