হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিস্ফোরক মামলায় পাকুন্দিয়ার বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিস্ফোরক আইনে করা পুলিশের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের জন্য আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সায়েদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিন আলম জনি, যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট ও পৌর বিএনপি সদস্য মো. গোলাপ মিয়া। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিনে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মী আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে ১৫ জনের জামিন বহাল থাকলেও চারজনের জামিন না মঞ্জুর হয়। 

এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন চার নেতা-কর্মীর জামিন না হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘২০২২ সালের ৪ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে আমিসহ ২৪ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে গত ১১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে আমরা জামিন নিই। ওই মামলায় আজ সোমবার দুপুরে ১৯ জন কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করি। এ সময় বিচারক চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭