হোম > সারা দেশ > ঢাকা

মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 

মেঘনা সেতুতে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকাগামী মাইক্রোবাসচালক রবিন বলেন, ‘ভবেরচর থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভাটেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন ঢাকা পৌঁছাব। প্রথমে ঢাকাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’

নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক রফিক মিয়া বলেন, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। তাঁর সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা যানবাহনের অসংখ্য চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।

মেঘনা সেতুতে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, অফিসগামী যাত্রীরা হেঁটে মেঘনা ব্রিজ পার হওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ মাথায় বস্তা নিয়ে হেঁটে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

সেকশন