গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর ফকির মার্কেট এলাকার এনআই ওয়াশিং কারখানায় আগুনের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা।
স্থানীয়রা জানায়, আজ শনিবার সন্ধ্যায় কারখানাটিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠান তারা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগোন নিয়ন্ত্রণে কাজ করছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় টঙ্গীর ফকির মার্কেট এলাকায় আগুন লাগার খবর পেয়েছি। টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় আধঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।’