হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪ ঘণ্টা তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। 

এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ। 

তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন। 
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। 

বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি। 

ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল