ভাঙ্গা (ফরিদপুর): ভাঙ্গায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কামাল লোহানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী রোববার সন্ধ্যায় ভাঙ্গা মহিলা কলেজ ক্যাম্পাসে উদীচীর অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে।
সভার সভাপতিত্ব করেন উদীচী ভাঙ্গা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমাদ। সভায় কামাল লোহানীর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক কমরেড লিয়াকত হোসেন, দিলীপ দাস, কামরুজ্জামান ফকির, প্রভাষ কুমার মালো, বিপুল চক্রবর্তী ও ওহিদুজ্জামান ওহিদ প্রমুখ।
সভা শেষে স্বাস্থ্য বিধি মেনে ভাঙ্গা উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।