হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগের ১৪ জনের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকারের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাঁধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৈকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা। 

সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এই মামলা করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। 

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ স্মরণসভার আয়োজন করে। এরপর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকারের নেতা-কর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই হামলায় ছাত্র অধিকার পরিষদের অনেকে গুরুতর আহত হন। রাজু ভাস্কর্যের সামনে হামলার পর যাঁরা হাসপাতালে ভর্তি হন, তাঁদের ওপর আবারও হামলা করে তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়। তাঁদের হত্যার চেষ্টা করা হয়। ছাত্র অধিকার পরিষদের অনেকের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। 

এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতা ছাত্র অধিকার পরিষদের ২৫ জনকে আসামি করে শাহবাগ থানায় দুটি মামলা করেন। ওই দুই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেনসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ২৪ জনের সবাই এখনো কারাগারে রয়েছেন। ছাত্রলীগ ওই মামলায় দাবি করে, ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাই তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার চেষ্টা করে। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা